EEE job circular 2022 .রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড
নিয়ােগ বিজ্ঞপ্তি www.prebd.com
তারিখঃ ০৬/০৪/২০২২খ্রিঃ
রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (আরপিসিএল) একটি পাবলিক লিমিটেড কোম্পানী হিসেবে বিদ্যুৎ উৎপাদন কাজে নিয়ােজিত রয়েছে। কোম্পানীর ময়মনসিংহ ৩৬০ (১০%) মেঃওঃ ডুয়েল ফুয়েল (গ্যাস/এইচএসডি) কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প এবং জামালপুর জেলার মাদারগঞ্জে ১০০ মেঃওঃ সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প এর বিপরীতে, প্রকল্প মেয়াদের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মাসিক সর্বসাকুল্য বেতনে নিয়ােগ প্রদানের নিমিত্ত যােগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। নিমে পদের নাম, পদের সংখ্যা, প্রয়ােজনীয় যােগ্যতা এবং মাসিক সর্বসাকুল্য বেতন উল্লেখ করা হলােঃ
ক্রম পদের নাম, মাসিক সাকুল্য বেতন ও পদসংখ্যা
প্রয়ােজনীয় যােগ্যতা উপ-বিভাগীয় প্রকৌশলী (মেকানিক্যাল)
স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান হতে প্রকৌশল (মেকানিক্যাল) এ মাসিক সর্বসাকুল্য বেতন ৭০,০০০/
স্নাতক ডিগ্রী। বয়সঃ ৩৫ (পঁয়ত্রিশ) বছর পদসংখ্যাঃ ০১ (ময়মনসিংহ)
সহকারী প্রকৌশলী পদে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের কাজের। অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে ০২ (দুই) বছর বিদ্যুৎ উৎপাদন
কোম্পানীতে কাজের অভিজ্ঞতা। | সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল) স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান হতে প্রকৌশল (ইলেকট্রিক্যাল/ মাসিক সর্বসাকুল্য বেতন ৫২,০০০/
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক/মেকানিক্যাল/ সিভিল) এ স্নাতক বয়সঃ ৩০ (ত্রিশ) বছর
ডিগ্রী। পদসংখ্যাঃ ০৪ ময়মনসিংহ-০৩ (ইলেকট্রিক্যাল-০১, মেকানিক্যাল-০১, সিভিল-০১) মাদারগঞ্জ -০১ (সিভিল) | সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম.কম/এমবিএ (ফিন্যান্স/একাউন্টিং)। মাসিক সর্বসাকুল্য বেতন ৫২,০০০/
এ স্নাতকোত্তর ডিগ্রী। বয়সঃ ৩০ (ত্রিশ) বছর।
পদসংখ্যাঃ ০২ (ময়মনসিংহ-০১, মাদারগঞ্জ-০১) ৪ | উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল) | স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং মাসিক সর্বসাকুল্য বেতন ৪০,০০০/
(ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক/মেকানিক্যাল/ বয়সঃ ৩০ (ত্রিশ) বছর
সিভিল)। পদসংখ্যাঃ ০৪ ময়মনসিংহ-০৩ (ইলেকট্রিক্যাল-০১, মেকানিক্যাল-০১, সিভিল-০১)
মাদারগঞ্জ -০১ (সিভিল) শর্তাবলী ও ক। প্রার্থীকে http://rpclproject.teletalk.com.bd ওয়েবসাইট এ প্রবেশ পূর্বক Online Application Form পূরণ করার
মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার পদ্ধতি উক্ত ওয়েবসাইট হতে বিস্তারিতভাবে জানা যাবে। খ। অনলাইন এ আবেদন পূরণের শুরুর তারিখ ও সময়ঃ ০৭/০৪/২০২২খ্রিঃ, সকাল ১০:০০ ঘটিকা এবং আবেদন করার শেষ তারিখ ও
সময়ঃ ২৭/০৪/২০২২খ্রিঃ, বিকাল ৫:০০ ঘটিকা। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদন ফরম পূরণ করা যাবে না। গ। ক্রমিক নং ২ হতে ৪ এ উল্লেখিত পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর (২৭/০৪/২০২২খ্রিঃ পর্যন্ত) এবং প্রার্থী মুক্তিযােদ্ধা/শহীদ
মুক্তিযােদ্ধার সন্তান হলে বয়সসীমা ৩২ বসর (২৭/০৪/২০২২খ্রিঃ পর্যন্ত)। | ঘ। নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থী/ প্রার্থীদেরকে প্রাথমিকভাবে ০১ (এক) বছরের জন্য নিয়ােগ প্রদান করা হবে, তবে কর্মসম্পাদনের মান,
দক্ষতা ও কাজের প্রয়ােজনীয়তা বিবেচনায় নিয়ােগের মেয়াদ প্রকল্প মেয়াদকালীন (৩৬ মাস) পর্যন্ত বর্ধিত করা যেতে পারে। উল্লেখ্য,
কোম্পানীর নিয়মিত নিয়োগের সাথে অত্র নিয়ােগের কোন প্রকার সম্পর্ক থাকবে না। ঙ। শিক্ষাগত যােগ্যতার ক্ষেত্রে কোন পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযােগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পরীক্ষায় উত্তীর্ণ সকল পদসমূহের
ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ ৫.০ স্কেলে ন্যূনতম ৩.০ অথবা ৪.০ স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে।
প্রার্থীকে যােগাযােগের ক্ষেত্রে বাংলা ও ইংরেজী ভাষায় দক্ষ, কম্পিউটার ব্যবহারে পারদর্শী এবং নেতৃত্ব দানের ক্ষমতা থাকতে হবে। ছ। প্রতিটি পদের বিপরীতে আবেদনের জন্য আবেদন ফি বাবদ ১০০০/- (এক হাজার) টাকা টেলিটকের প্রি-পেইড নম্বর থেকে এসএমএস
এর মাধ্যমে http://rpclproject.teletalk.com.bd এর নির্দেশনা মােতাবেক পরিশােধ করতে হবে। জ। সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে আবেদন করতে হবে এবং |
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি পত্র মৌখিক (সাক্ষাঙ্কার) পরীক্ষার সময় জমা প্রদান করতে হবে। ঝ। প্রার্থী কর্তৃক প্রদত্ত তার শিক্ষাগত যােগ্যতা, পঠিত বিষয়, জন্ম তারিখ, বয়স ও অন্যান্য তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত
হলে, নিয়ােগ প্রক্রিয়ার যেকোন পর্যায়ে তাঁর প্রার্থিতা বাতিল করা হবে। ঞ। নিয়ােগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। মােঃ ফেরদৌস রহমান
রেজাউল কবীর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক
তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক জামালপুর জেলার মাদারগঞ্জে ১০০ মেঃওঃ
ময়মনসিংহ ৩৬০ (°১০%) মেঃওঃ ডুয়েল ফুয়েল। সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প।
(গ্যাস/এইচএসডি) কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প ফোনঃ ০২-৪৮৯৫৭৯৫২, ০২-৪৮৯৬৪০৪৮ (বর্ধিত-১৩৬) ফোনঃ ০২-৪৮৯৫৭৯৫২, ০২-৪৮৯৬৪০৪৮ (বর্ধিত-১৫০)

EEE job circular 2022 in bangldesh.Rural Power Company Limited RPCL Job Circular 2022.
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ - April 22, 2022
- Primary Assistant Teacher Question Solution 2022 - April 22, 2022
- Dhaka University Du Admission Circular 2022 kha unit - April 22, 2022
Pingback: Dhaka University Admission Circular 2022 kha unit - BlogyWissen
Pingback: Primary Assistant Teacher Question Solution 2022 - BlogyWissen
Pingback: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ - BlogyWissen